মোর তৃসিত আত্না মৃগ তৃষ্ণ তোমারে খুজিয়া মরে।
কত মধু যামিনী বিজয়া দশমী আসে যায় ফিরে,
বরষ'ও বরষ পরে রিক্ত শূন্য হাতে আলেয়ার পথে
বিরহ তিমিরে বেদুঈন মজনু যেন লাইলীর খোজে।
পুনুর্জনমের পথে আবার আসিবে কি ফিরে মজনুর খোজে?
পরজনমে রাধিকার বেশে আসিবে কি ফিরে মিলন মালা হাতে!
কবিঃ এ্যালভীন দীলিপ বাগচী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন