শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

আমার চেতনা











আমি হয়তো পৃথিবীর জন্য নিতান্তই একজন তৃতীয় বিশ্বের মানুষ কিংবা বাংলাদেশের খুব সাধারন একজন নাগরিক।কিন্তু আমি আমার বাবা-মা এর জন্য এক বুক আশা, একমাত্র অবলম্বন ; আমার প্রেমিকার কাছে প্রেমিক। তাই এখন থেকে জাতি,সমাজ,রাস্ট্র কিংবা পৃথিবী কোন বিষয় নিয়ে ই ভাববো না।

# কি লাভ রাজনৈতিক সচেতন হয়ে?
- যে সচেতনতা সুধুই দিবে ধিক্কার।
# কি হবে গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায়?
- যা শুধুই অলিক স্বপ্ন আর জনগণের আবেগকে নিয়ে ফুটবল খেলা।
# কি অর্জিত হবে নেতৃত্ব দিয়ে?
- যে নেতৃত্ব আমায় শুধুই করবে ক্ষমতালোভী পিশাচ।
# কি লাভ ধার্মিক হয়ে?
- যে ধার্মিকতা আমায় বানিয়ে দিবে ধর্মব্যবসায়ী।
# কি করবো ধর্মনিরপেক্ষ মানুষিকতা দিয়ে?
- যা কিনা আমায় নাস্তিকতা-আস্তিকতায় প্রশ্নবিদ্ধ করবে।
# আর স্বাধীনতা?
- হা হা হা। সে তো সবলের যা খুশী তাই করার স্বাধীনতা।

তাই এখন থেকে আমি শুধুই আত্বকেন্দিক সার্থপর। সুধুই বাবা-মা এর অবলম্বন হয়ে থাকবো। আরো ভালো সন্তান হবো। আরো ভালো প্রেমিক হবো। আরো ভালো স্বামী হবো।আরো ভালো বাবা হবো। আর সুধুই আমার কাছের মানুষ গুলো কে নিয়ে ই ভাববো।তাদের ভালোর জন্য যা কিছু করতে হয় করবো সেটা ভালো ই হোক কিংবা খারাপ।
আজকে থেকে সকল চেতনার পু**কি মারি।
শুধুই প্রিয়জনদের আরো প্রিয় হওয়ার চেতনায় পথ চলবো।

পরিশেষে একটা গান গেয়ে শেষ করবোঃ-
"দেশ যাক গোল্লায়, মেপে দিবো পাল্লায়।"

 লেখকঃ তোফায়েল আহমেদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন