আমার এলাকার এক বন্ধু আছে। নামটা বলা কি থিক হবে? নামটা না হয় না ই বল্লাম। ধরি তার নাম "দ"।মানুষ বিভিন্ন নামে তাকে ডেকে থাকে।
এবার মূল ঘটনায় আসি।
ঘটনা টা হল ৩০ শে সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:00মিনিট।মিঃ "দ" কল দিয়ে কইলোঃ "কই আসস"?
আমি বললামঃ "আমার বাসার সামনে।"
মিঃ "দ" বললোঃ"খারা, আমি আইতাসি।"
১০ মিনিট পর উনি আসলেন এবং যথারিতি তিনি বিভিন্ন বিসয় নিয়া কথা বলছে। যার বেশীর ভাগ ই ফিল্ম বিসয়ক। আমি ও শুনে ই যাচ্ছি।
মিঃ "দ" এর একটা অভ্যস যে কথায় কথায় এক ই ডায়লগঃ "এইই বন্ধুবান্ধব? চিনলাম।চিনলাম।"
সে যাইহোক তিনি আসার ২০ মিনিট এর মাথায় বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আর বললোঃবাসায় জামু আগায় দিয়া আয়।
আমি বলললামঃ ক্যান? তর বাসায় দাওয়াত দিলি??
উনি বললোঃতরে তো অনেক কই, কিন্তু তুই তো আমার বাসায় যাস না
আমি বলললামঃ"তাইলে চল তর বাসায়, আজকে।"
যাইহোক, উনার বাসার উদ্দেশে যাচ্ছি। মাঝ রাস্তায় যাওয়ার পর তিনি আমারে কইলোঃ"কই যাস"
আমি বলললামঃ"ক্যান? তর বাসায়।"
উনি বললেনঃ এত রাত এ যাবি আমার বাসায়?
আমি বলললামঃ"তুই তো কইলি?
উনি বললেনঃ"আমি তো তরে ভদ্রতার খাতিরে কইসি।"
আমি বললামঃএত ই যখন ভদ্রতা তর তাইলে আগে ই কইতি। এত দুর এ আইনা ভদ্রতা চো**স ক্যান?"
উনি বললোঃ "আরে দোস্ত সামনে কুরবানির ঈদ। তুই কুরবানির গরু মাংসের যে আইটেম খাইতে চাস তাই খাওয়ামু। আজকে নাহ।"
আমি বললামঃ"আমি কিসসু জানি নাহ। আজ কে তর বাসায় আমি জামু।"
উনি বললঃ "নাহ আজকে নাহ।"
এবার মূল ঘটনায় আসি।
ঘটনা টা হল ৩০ শে সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:00মিনিট।মিঃ "দ" কল দিয়ে কইলোঃ "কই আসস"?
আমি বললামঃ "আমার বাসার সামনে।"
মিঃ "দ" বললোঃ"খারা, আমি আইতাসি।"
১০ মিনিট পর উনি আসলেন এবং যথারিতি তিনি বিভিন্ন বিসয় নিয়া কথা বলছে। যার বেশীর ভাগ ই ফিল্ম বিসয়ক। আমি ও শুনে ই যাচ্ছি।
মিঃ "দ" এর একটা অভ্যস যে কথায় কথায় এক ই ডায়লগঃ "এইই বন্ধুবান্ধব? চিনলাম।চিনলাম।"
সে যাইহোক তিনি আসার ২০ মিনিট এর মাথায় বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আর বললোঃবাসায় জামু আগায় দিয়া আয়।
আমি বলললামঃ ক্যান? তর বাসায় দাওয়াত দিলি??
উনি বললোঃতরে তো অনেক কই, কিন্তু তুই তো আমার বাসায় যাস না
আমি বলললামঃ"তাইলে চল তর বাসায়, আজকে।"
যাইহোক, উনার বাসার উদ্দেশে যাচ্ছি। মাঝ রাস্তায় যাওয়ার পর তিনি আমারে কইলোঃ"কই যাস"
আমি বলললামঃ"ক্যান? তর বাসায়।"
উনি বললেনঃ এত রাত এ যাবি আমার বাসায়?
আমি বলললামঃ"তুই তো কইলি?
উনি বললেনঃ"আমি তো তরে ভদ্রতার খাতিরে কইসি।"
আমি বললামঃএত ই যখন ভদ্রতা তর তাইলে আগে ই কইতি। এত দুর এ আইনা ভদ্রতা চো**স ক্যান?"
উনি বললোঃ "আরে দোস্ত সামনে কুরবানির ঈদ। তুই কুরবানির গরু মাংসের যে আইটেম খাইতে চাস তাই খাওয়ামু। আজকে নাহ।"
আমি বললামঃ"আমি কিসসু জানি নাহ। আজ কে তর বাসায় আমি জামু।"
উনি বললঃ "নাহ আজকে নাহ।"
আমি মনে মনে চিন্তা করলাম -"আজকে তমারে সিক্ষা দিয়া ছারমু চান্দু।আজকে
তুমারে এমন পেইন দিমু যে কাউরে বাসায় নেওয়ার কথা কওয়ার আগে ১০ বার চিন্তা
কইরা তারপর কইব ।"
এর মধ্যে রাস্তায় দেখা হইল আমার ইস্কুল লাইফের দুই বন্ধু। তারা জমজ ভাই।উনাদের সাথে ও প্যচাল শুরু হইল।
তারপর মিঃ "দ" আমাকে উনার এলাকায় নিয়া কইল - "দোস্ত চা খা।"
আমি বলললামঃ "তর বাসায় যাইয়া ই তো চা খাইতে পারি। চল বাসায় যাই তর।"
উনি কিসু ই বলেন না।উনি দোকান থেকে "ওয়ান টাইম ব্রেড" নামক রুটি কিনলো। আমি তো পুরা টাস্কি। এইডা কি হইল?
যে মানুষ রে চা খাওইতে কইলে কইতো -"দোস্ত! টাকা নাই। যেই টাকা আছে সেইটা মা য়ের টাকা।বাসায় এইটা অইতা কিন্না লইয়া যাইতে হইব।"
২ ঘন্টা পাড় হইল প্রায়। ঘড়িতে সময় তখন ১১: ৪০। উনি আর আমি উনার বাসার নিচে। হটাত করে কইল উনি চলে যাবে বাসায়। আমি ও মজা নিতাসি। একসময় তিনি খেপে গেলেন আর সিড়ি দিয়া উঠে চলে গেলেন।মানুষ আসলেই অদ্ভুত।
# উপরুক্ত, কাহিনী সুধুই আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা। কাউকে হেও প্রতিপন্য করার জন্য নয় আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ই আমার এ সুদীর্ঘ স্ট্যাটাস।
আমার এই বিরক্তিকর কাহিনী শুনে বিরক্ত হইলে ভাল আর বিরক্ত না হইলে আরও ভাল।
এর মধ্যে রাস্তায় দেখা হইল আমার ইস্কুল লাইফের দুই বন্ধু। তারা জমজ ভাই।উনাদের সাথে ও প্যচাল শুরু হইল।
তারপর মিঃ "দ" আমাকে উনার এলাকায় নিয়া কইল - "দোস্ত চা খা।"
আমি বলললামঃ "তর বাসায় যাইয়া ই তো চা খাইতে পারি। চল বাসায় যাই তর।"
উনি কিসু ই বলেন না।উনি দোকান থেকে "ওয়ান টাইম ব্রেড" নামক রুটি কিনলো। আমি তো পুরা টাস্কি। এইডা কি হইল?
যে মানুষ রে চা খাওইতে কইলে কইতো -"দোস্ত! টাকা নাই। যেই টাকা আছে সেইটা মা য়ের টাকা।বাসায় এইটা অইতা কিন্না লইয়া যাইতে হইব।"
২ ঘন্টা পাড় হইল প্রায়। ঘড়িতে সময় তখন ১১: ৪০। উনি আর আমি উনার বাসার নিচে। হটাত করে কইল উনি চলে যাবে বাসায়। আমি ও মজা নিতাসি। একসময় তিনি খেপে গেলেন আর সিড়ি দিয়া উঠে চলে গেলেন।মানুষ আসলেই অদ্ভুত।
# উপরুক্ত, কাহিনী সুধুই আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা। কাউকে হেও প্রতিপন্য করার জন্য নয় আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ই আমার এ সুদীর্ঘ স্ট্যাটাস।
আমার এই বিরক্তিকর কাহিনী শুনে বিরক্ত হইলে ভাল আর বিরক্ত না হইলে আরও ভাল।
লেখকঃ তোফায়েল আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন