আপনি শেয়ার কিনবেন। তা কি বিষয়ের উপর ভিত্তি করে কিনবেন?
আপনি শেয়ার কিনার সিদ্ধান্ত নিবেন ২টি বিষয়ের উপর ভিত্তি করে।তা হলঃ- ১)মৌলিক বিশ্লেষণ। ২) কৌশলগত বিশ্লেষণ ।
মৌলিক বিশ্লেষণ কখন প্রয়োগ করবেন?
যখন আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন। আর-
কৌশলগত বিশ্লেষণ কখন প্রয়োগ করবেন?
যখন আপনি স্বল্পমেয়াদী বিনিয়োগ করবেন।
মৌলিক বিশ্লেষণ কি?
যে কোম্পানির শেয়ার কিনবেন তার মৌল ভিত্তি বা অন্তর্নিহিত শক্তি সম্পর্কে জানার জন্য যে বিশ্লেষণ করা হয় ।
কৌশলগত বিশ্লেষণ কি?
বাজারের গতি প্রকৃতির উপর ভিত্তি করে শেয়ার কিনা । এর সাথে কম্পানির অবস্থানের বা ভিত্তির সাথে কোন সম্পর্ক নাই ।
যেভাবে করবেন মৌলিক বিশ্লেষণঃ
এটা ৩ ভাবে করতে হয়ঃ১) দেশ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ ।
২) যে কোম্পানির শেয়ার শেয়ার কিনতে যাচ্ছেন তা যে শিল্পের অন্তর্গত অর্থাৎ কোম্পানি ঔষধ বা সিরামিক বা যে শিল্পের আওতা ভুক্ত সে শিল্প খাতকে বিশ্লেষণ ।
৩) যে কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছেন তার বিশ্লেষণ ।
আজ এ পর্যন্তই।
Hello,
উত্তরমুছুনMy name is Naveed & I am an Affiliate Program Manager for InstaForex- the best broker in Asia.
What do you think about our offer about partnership with Instaforex? Are you Interested?
Looking forward to hearing from you soon. Please reach me through Skype ID: Naveed IFX (naveed_482) or email - naveed@mail4.instaforex.com. We will be glad to establish mutually advantageous cooperation with you.
Thank you.
Sincerely yours,
Naveed
Partner Relations Department
InstaForex Group
Skype : Naveed IFX (naveed_482)
e-mail: naveed@mail4.instaforex.com
Facebook: Naveed IFX (facebook.com/profile.php?id=100014438569333)
Twitter: twitter.com/Naveed_IFX
Yahoo: Naveed Partners IFX
শুভেচ্ছা,
আমার নাম নাভিদ, আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই আমাদের ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করার জন্য। পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করলে ট্রেডারদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, কোনো বিনিয়োগ ছাড়াই আপনি আমাদের পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করে অর্থ উপার্জন করতে পারবেন।
এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ!
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে।
আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।
Naveed
Partner Relations Department
InstaForex Group
Skype : Naveed IFX (naveed_482)
e-mail: naveed@mail4.instaforex.com
Facebook: Naveed IFX