রমজান মাস সিয়াম সাধনার মাস । সংযমের মাস । কিন্তু আমরা কতটুকু সংযম পালন করি তার একটা চিত্র এই স্বল্পদৈর্ঘ্য চলচিত্রে ("বোধ") অসাধারণ ভাবে উঠে এসেছে । একটা শিশুর খাদ্য সংস্থানের জন্য যে যুদ্ধ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে । এরকম হাজারো লক্ষ শিশু আমাদের সমাজে বিদ্যমান কজনের খবরই বা আমরা রাখি ?
osadaron,,,,, sundor vabe akti balok ar gollpo futia tulachen
উত্তরমুছুন