আফ্রিকার দরিদ্র দেশ ইথিওপিয়া। সেখানকার সুরি
জাতির মধ্যে প্রচলিত অদ্ভূত ও নিষ্ঠুর এক সৌন্দর্য চেতনা। বয়ঃসন্ধিকালে এরা
এক অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশিরভাগ দাঁত ভেঙে দেয়। রক্ত
ভেসে যাওয়া অবস্থাতেই এরপর ক্রিকেট ব্যাটের মতো দেখতে একটা জিনিস মুখে বসিয়ে দেওয়া হয়।
দাঁত ভেঙে তার মধ্যে ডিস্ক (ব্যাট) ঢুকিয়ে নিচের অংশের ঠোঁট তার মধ্যে
জড়িয়ে সুন্দর হওয়ার এক রীতি সেখানে চালু আছে। প্রচণ্ড ব্যথা লাগলেও মোটা
অঙ্কের পণ পাওয়ার জন্য মেয়েদের এটা করতেই হয়।
একে বলা হয় লিপ প্লেট। যে
মেয়ের লিপ প্লেট যত বড় হবে, বিয়েতে তার মা-বাবা তত পণ পাবেন। পণ হিসেবে
মেলে গরু। সেই লোভে মেয়ের অসহ্য যন্ত্রণাতেও মা-বাবা বেশ খুশিই হন। এই
জাতির ছেলেদের অবশ্য এতটা কষ্ট করতে হয় না। শরীরে ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই
বিবাহযোগ্য হয়ে যায় ছেলেরা। আর মেয়েদের সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা, বদলে
মেলে লিপ প্লেট আর পণ।
ডেইলি মেইলে গতকাল ইথিওপিয়ার সুরি উপজাতির এমন
খবর ও ছবি প্রকাশ পাওয়ার পর সাইবার জগতে তর্ক শুরু হয়েছে। ফেসবুক থেকে
টুইটার, ইনস্টাগ্রামে এই ছবি দেদারছে শেয়ার হচ্ছে। সঙ্গে প্রতিবাদও হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন