বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

ম্যারাডোনার গোল অফ দ্যা সেঞ্চুরি




ইংল্যান্ড এর সমর্থক রা সেই মুহুরতে নিশ্চিত ম্যারাডোনা কে দুয়ো দিচ্ছিলেন। কারন টা বলে দিতে হবে? সেই হ্যান্ড অফ গড এর কারনে।

পুরো স্টেডিয়াম কিছুক্ষণ আগের কনফিউসিং ইভেন্ট এর চরচা ঈ হয়তো করছিলো।কি হয়েছিলো ? গোলটা কি হয়েছিলো?

তবে তারপর,?

ম্যারাডোনা এঈ দুয়োরর জবাব টা দিতেই চাচ্ছিলেন।

৪ মিনিট পর।৬৬ ইয়ার্ড দুর থেকে বল পেলেন তিন প্লেয়ার ঘেরা ম্যারাডোনা। অসাধারণ দক্ষতায় বল কে পেছনে ঠেলে কন্ট্রোল করলেন তিনি।ততক্ষনে তিন দিক দিয়ে ধেয়ে আসছিলো তিন জন।লক্ষ্য চারজ করে বল নিয়ে নেয়া।

গ্যালারি তখন অবাক হয়ে দেখলো জাদুকরী এক accelaretion.

সবাইকে টেক্কা দিয়ে বল টানা শুরু করলেন তিনি।পেছনে ধেয়ে আসছে প্লেয়ার।।

ম্যারাডোনা থেকে বল কেড়ে নিতে দরকার তখন সলিড ট্যাকল।সামনে থেকে সেই ধান্ধায় এগিয়ে আসছিলেন আরেক ইংলিশম্যান। বায় ম্যারাডোনায় তখন যে গড ভর করেছিলো। শার্প টার্ন নিয়ে ঢুকে গেলেন ইন্সাইডে।লক্ষ্য গোল বার।

বাট এতোই সোজা? ম্যারাডোনার চারজে তখন আবার তিনজন।সেই মিড থেকে আসতে থাকা ভদ্রলোক,মাত্র ধোকা খাওয়া ডিফেন্ডার আর সদ্য সামনে থেকে দৌড়ে আসা ডিফেন্ডার। বল তো এবার হারাতেই হবে।

নিউ ডিফেন্ডার কে ড্রিবল করে ম্যারাডোনা তখন গোল মুখে।সিচুয়েশন তখন আরো ডেঞ্জারাস


চার দিক দিয়ে ম্যারাডোনা আবদ্ধ।তিন দিক দিয়ে ডিফেন্ডার আর সামনে কিপার।

জগত তখন দেখলো আরেক টি অবিশ্বাস্য ড্রিবল।ডান পায়ে বল টাকে কিপার এর নাগালের বাইরে নিয়ে নিলেও ম্যারাডোনা পরে গেলেন ডিফেন্ডার ট্যাকল এর মুখে।

কিন্ত সেটাকেও কলা দেখিয়ে গোল মুখে শট করে দিলেন তিনি।

পুরো জগত তখন স্তম্ভিত। এ কি হলো? এ ও সম্ভব।

হ্যা এই অসম্ভব কিছুই ছিলো গোল অফ দ্যা সেঞ্চুরি। দ্যা বেস্ট গোল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন