বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

অকুতোভয় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার




১৯৩২ সালের ১৮ সেপ্টেম্বর মাষ্টারদার প্রীতিলতাকে বললেন, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব তোমাকে নিতে হবে।প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাত্রে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হন।কিন্তু বিপ্লবী প্রীতিলতা গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন। কারণ ধরা পড়লে বিপ্লবীদের অনেক গোপন তথ্য ব্রিটিশ পুলিশের মারের মুখে ফাঁস হয়ে যেতে পারে।

প্রীতিলতা মারা যাওয়ার আগে মায়ের কাছে লিখেছিলেন, ‘মাগো, অমন করে কেঁদোনা! আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কী করব মা? দেশ যে পরাধীন! দেশবাসী বিদেশির অত্যাচারে জর্জরিত! দেশমাতৃকা যে শৃঙ্খলভারে অবনতা, লাঞ্ছিতা, অবমানিতা!

তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে?????’

************************************************

কিন্তু দুখের বিষয় আমরা অনেকেই এই মহীয়সী নারী কে চিনি ও না আর চিনলেও তার আত্মত্যাগ এর কথা স্মরণ করি না...!!!!!!!

1 টি মন্তব্য:

  1. Borgata Hotel Casino & Spa
    Book 안양 출장샵 the Borgata Hotel Casino & Spa in Atlantic 남양주 출장샵 City for up to Borgata Hotel Casino & 평택 출장샵 Spa. Borgata 광주 출장샵 Hotel Casino & Spa has 3,000 rooms in two towers  Rating: 4 · 광양 출장마사지 ‎1,068 reviews

    উত্তরমুছুন